• ইমেইল abnaefaridabad@gmail.com
  • হটলাইন +88 019766 65155
  • অনুষ্ঠানের দিন বাকি

শর্তাবলী

১️। আবনার সদস্য নীতিমালা

  • আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা ও মানহাজের অনুসারী হতে হবে।
  • জামিয়া আরাবিয়া ইমদাদুল উলূম ফরিদাবাদ এর প্রাক্তন ছাত্র হতে হবে।
  • জামিয়া থেকে বহিষ্কৃত ছাত্র হতে পারবেন না।
  • কুরআন ও সুন্নাহ বিরোধী কোনো কার্যকলাপে জড়িত থাকা যাবে না।
  • ইসলামী আদব-আখলাক ও শিষ্টাচার মেনে চলতে হবে।
  • তানজিমের নিয়ম-কানুন ও সিদ্ধান্ত মেনে চলতে হবে।

 

২। দস্তারবন্দীর জন্য নীতিমালা

  • অত্র মাদ্রাসা থেকে যারা দাওরা পাস করেছেন অথবা ইফতা সমাপ্ত করে পাস করেছেন অথবা হিফজ সমাপ্ত করে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন অথবা ইলমুল কেরাত সমাপ্ত করে সর্বশেষ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।
  • আহলে সুন্নত ওয়াল জামাতের আকিদা পোষণকারী হওয়া।
  • দারুল উলূম দেওবন্দের আদর্শ ও মত-পথের অনুসারী হওয়া।
  • দাঁড়ি সুন্নত মোতাবেক হওয়া।
  • মাথার চুল ও পোষাক পরিচ্ছদে বুযুর্গানে দীনের অনুকরণ করা। 
  • ইবাদত ও মোআমালাতের ক্ষেত্রে শরীয়তের পাবন্দ হওয়া।

 

৩। ওয়েবসাইট ব্যবহারের শর্ত

  • ওয়েবসাইট ব্যবহারের সময় ব্যবহারকারীকে সত্য, সঠিক ও সম্পূর্ণ তথ্য প্রদান করতে হবে।

  • কোনো অবৈধ, অশালীন, বিভ্রান্তিকর বা ক্ষতিকারক কাজের উদ্দেশ্যে এই ওয়েবসাইট ব্যবহার করা যাবে না।

  • প্রশাসন প্রয়োজনে যে কোনো সময় কোনো ব্যবহারকারীর এক্সেস সীমিত বা বন্ধ করার অধিকার সংরক্ষণ করে।

 

৪। নিবন্ধন ও অংশগ্রহণ

যদি এই ওয়েবসাইটের মাধ্যমে কোনো ইভেন্টে নিবন্ধন বা ফর্ম জমা দেওয়ার ব্যবস্থা থাকে, তবে:

  • নিবন্ধনের সময় প্রদত্ত তথ্য যাচাইযোগ্য ও সঠিক হতে হবে।

  • প্রদত্ত তথ্যের ভিত্তিতে যোগাযোগ করা হবে, তাই ভুয়া বা ভুল তথ্যের দায় সম্পূর্ণভাবে ব্যবহারকারীর নিজের।

 

৫। তথ্য ও প্রকাশনা

আমরা সর্বোচ্চ প্রচেষ্টা করি ওয়েবসাইটের তথ্য সঠিক ও হালনাগাদ রাখতে।
তবুও কোনো ভুল বা বাদ পড়া তথ্যের জন্য আবনায়ে ফরিদাবাদ এর বিরুদ্ধে আইনগত দাবি গ্রহণযোগ্য নয়।

৬। বাহ্যিক লিংক

ওয়েবসাইটে অন্য প্রতিষ্ঠানের লিংক থাকতে পারে। এই লিংকগুলো শুধুমাত্র তথ্যের সুবিধার্থে দেওয়া হয়। সেই ওয়েবসাইটগুলোর কনটেন্ট বা নীতিমালার জন্য আমরা দায়ী নই।

 

৭। দায় সীমাবদ্ধতা

ওয়েবসাইট ব্যবহারের সময় কোনো প্রযুক্তিগত সমস্যা, ডেটা হারানো, বা তৃতীয় পক্ষের কার্যকলাপের কারণে কোনো ক্ষতি হলে আবনায়ে ফরিদাবাদ দায়ী থাকবে না।

 

৮। নীতিমালার পরিবর্তন

আবনায়ে ফরিদাবাদ প্রয়োজন অনুযায়ী যে কোনো সময় এই শর্তাবলী পরিবর্তন করতে পারে। পরিবর্তিত নীতিমালা ওয়েবসাইটে প্রকাশের পর থেকেই কার্যকর বলে গণ্য হবে। 

 

৯। যোগাযোগ

এই শর্তাবলী সম্পর্কিত যেকোনো প্রশ্ন বা মন্তব্যের জন্য যোগাযোগ করুন:


ইমেইল: abnaefaridabad@gmail.com
ফোন: +88 019766 6515